হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ ভারতের দক্ষিণ ২৪ পরগনার জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বড়পুকুর বাসস্টপেজ থেকে অনতি দূরে এক ভদ্র মহিলার বাড়ীতে অনুষ্টিত হলো গাদীরে খুমের উপরে মেহফিল ৷
ঐ অঞ্চলের আশে পাশের বেশ কিছু মানুষ Channel Win দেখেন ৷ এমন বিশেষ কিছু নারী পুরুষদের আমন্ত্রিত করে এই অনুষ্টান করা হয় ৷
উক্ত অনুষ্টানের উপস্থিত ছিলেন হুগলী ইমামবাড়ার সহকারী সম্মানিত মাদ্রাসা শিক্ষক মওলানা হাবিবুল্লাহ খান সাহেব, উপস্থিত ছিলেন সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ, উপস্থিত ছিলেন মওলানা মোকাব্বির হাসান খান সাহেবসহ বেশকিছু গণ্যমান্য ব্যক্তি ৷
পবিত্র কোরআনের আলোকে ঐতিহাসিক আল গাদীরের আলোচনঅ, ফজিলত ও নবী সঃএর রেখে যাওয়া দ্বীনসহ তাঁর আহলে বাইতের বিশেষ মর্যাদা ব্যক্ত করেন আজকের উপস্থিত বক্তাগণ ৷
অবশেষে উপস্থিত সকল পরিবারের এক একজনের হাতে 'বেলায়তের উপরে' প্রকাশিত এমন বই, পত্রিকা এবং গাদীরের হাদিস স্টিকার আকারে ছেপে তুলে দেওয়া হয়, যাতে নতুন নতুন মানুষ গাদীর সম্বন্ধে অবগত হতে পারে ৷
আপনার কমেন্ট